Sunday, April 19, 2020

ঘরবন্দি




















সকল কাজকর্ম বন্ধ করে ঘরে,
ঘরবন্দির নিয়ম মেনে চলি,
কুণ্ঠা নিয়ে টিভিতে চোখ রাখি,
প্রতিদিন বাড়ে মহামারির বলি।

যাদের পান্তা ফুরায় আনতে গিয়ে নুন,
শ্রমিক, মজুর, ছোট ব্যবসায়ী, চাষী;
এই ভারতের বুকে, তাদের নিয়ে
উন্নয়ন কম, রাজনীতি হয় বেশি।

এমন ঘরবন্দি মানুষ কয়েক কোটি
শুধু ভগবানই ভরসা যাদের কাছে;
মাস দুয়েকের রেশন টুকু ছাড়া
এই সংকটে কিইবা তাদের আছে!

ওষুধ, সাবান, মুখোশ, শিশুর দুধ
কিনতে গেলে চাই যে কিছু টাকা,
বদলে পায় তারকার উপদেশ
আর রাজনীতির প্রতিশ্রুতি ফাঁকা।

ভিড় করে কেনে নেতা, তারকাও ধনী
জমানো অর্থে ছুটি কাটানোর জাঁক!
শখের রান্না, শখের বাগান নিয়ে
ফেসবুক, টিভি সবেতে লাগায় তাক!

পরিবার ছেড়ে, অনাহারে থেকে যারা
ঘাম ও রক্তে দেশের ভিত্তি গড়ে,
সুখী মানুষের সাজানো বিলাস দেখে,
শক্ত চোয়ালে জীবন যুদ্ধ লড়ে।

শ্রমজীবী শুষে, গরিবকে পিষে যদি
আঁটো দেশ বানানোর নিষ্ফল যত ফন্দি,
জেনো কখনোই এগোবেনা এই দেশ
চিরকাল সবে থেকে যাবো ঘরবন্দি।।

No comments: