Friday, July 14, 2023

দাবা

শুধু কয়েকটা বোড়ে চাই। 
যাদের ভুল বুঝিয়ে,
ভয়, লোভ, বা স্বপ্ন দেখিয়ে, 
যুদ্ধ যুদ্ধ খেলতে পাঠানো যায়।
অস্ত্রের কোনও অভাব নেই
অস্পৃশ্যতা, ঘৃণা, হিংস্রতা,
অসহিষ্ণুতা, ধর্মান্ধতা, শঠতা
উস্কানি-মন্ত্রপূত অমোঘ অস্ত্র সব।
রাজার জয়যাত্রা যেন বাধা না পায় 
বাধা পেলে মারো, নয়তো মরো
উপযুক্ত অস্ত্র প্রয়োগ করো 
এগিয়ে যাও বোড়ে, বুক চিতিয়ে লড়ো। 
পেছানোর তো কোনও নিয়ম নেই। 
রাজা থাকে নিরাপত্তায় মোড়া 
মন্ত্রী সান্ত্রি ঘেরা
নৌকা-সওয়ার কিংবা হাতি, ঘোড়া।
মুখোমুখি হও বোড়ে সব ঝড় ঝাপটার 
উল্টোদিকের ধেয়ে আসা সব অস্ত্রের
জেনো, এই যুদ্ধে বোড়েদের মরা দস্তুর 
রাজারা শুধু জেতে কিংবা হারে।

Saturday, June 03, 2023

কুস্তি













মাথাটা উঁচিয়ে লড়ে যাও যোদ্ধা,
পদক তোমার নয়তো অর্থহীন;
প্রতিপক্ষকে ছেড়োনা লড়াই-মঞ্চ,
যুঝে নিতে হবে দম্ভী-ক্ষমতাসীন।

কুস্তি এখনো অনেক পর্ব বাকি,
দাঁতে দাঁত চেপে সয়ে নাও অপমান,
খেলার শেষে জয় জেনো নিশ্চিত;
নাস্তানাবুদ হবেই ক্ষমতাবান।

সৈরিন্ধ্রির মানহানির প্রয়াসে,
ক্ষমতামত্ত কীচক মরলো পিষে; 
করাল কালিয় পরাজয় মেনেছিল, 
যমুনার জল কলুষিত করে বিষে।

ক্ষমতা যতই রক্তচক্ষু দেখাক,
শেষকথা বলে ন্যায়ের পথের পথিক;
চোখের পলকে বিপক্ষ ধরাশায়ী; 
ঠাণ্ডা মাথায় প্যাঁচের প্রয়োগে সঠিক।

ভরসা রাখো গণদেবতার রায়ে;
যার অনাদর করে আজ রক্ষক;
গণদেবতাই দর্শক এই কুস্তির;
গণদেবতাই চূড়ান্ত বিচারক।।