Sunday, July 28, 2019

শ্রেষ্ঠ ধৰ্ম

মত যত, পথ তত, শুনেছি তো অবিরত,
তবু কেন ভুলে যাই বার বার!
সব পথ অবশেষে, একসাথে গিয়ে মেশে,
সকল ধর্মের একই সার।।

আমার পথই সেরা, ভাগ করি চুলচেরা,
পরধর্মের করি বদনাম।
মানুষে মানুষে এই, ভেদাভেদ করে যেই,
এ জগতে নাই তার কোনও দাম।।

জাত নিয়ে টানাটানি, অকারণ হানাহানি;
উঁচু, নীচু, ছোট, বড় বিভাজন।
মানুষে মানুষ মারে, নিদারুণ অকাতরে;
হিংসার নাই কোনো নিবারণ।।

ধর্মের যাঁতাকলে, পিষে মরে পলেপলে,
কিসে ভালো তবে এই ধর্ম?
জাত সে তো নয় বড়, ধর্মও নয় দড়;
সবচেয়ে বড় জেনো কর্ম।

ধর্মের গোঁড়ামিতে যে মানুষ নিমজিতে
তার থেকে দূরে ভাই থাক রে,
সমাজের শত্রু সে; বিষধর আশিবিষে
দংশিতে যেন আর না পারে।

অন্যায় নিরবধি, ধর্মকে করে যদি
সব অপকর্মের বর্ম।
ধর্ম সে জেনো মিছে, থাকুক সে পড়ে পিছে;
মানবিকতা শ্রেষ্ঠ ধৰ্ম।।



Hima The Lightning

Won five golds in eighteen days!!!
What an astonishing rage
Towards run, you embrace.
We salute you Dhing Express!!!

You enthralled the crowd,
And made the country proud
From a small town of Assam.
Inspire a million to blossom!!!

অশনি সংকেত

মেঘ ও রোদের লুকোচুরিতে আলো ছায়া করে খেলা;
কখনও ঘন কালো মেঘরাশি আকাশে বসায় মেলা।
ফুটিফাটা হল চাষের জমি, শুকনো পুকুর নদী;
চাতকের মত চেয়ে আছি তাই, বৃষ্টি নামে যদি।
রথযাত্রায় এলনা সে যে, উল্টো রথেও রুখা;
আষাঢ়ের শেষে শ্রাবণ এল, সবকিছু তবু শুখা।
ভ্যাপসা গরম, ঘেমে হরদম, হাঁসফাঁস করি সবে,
শ্রাবণ মাসে কাঠফাটা রোদ কে দেখেছে কবে?
প্রকৃতি আজ হয়েছে বিরূপ, ঋতুরা বাঁধন হারা,
স্বখাত সলিলে মানুষ ডোবে, ধংসের গ্রাসে ধরা।

Life

Toppled from boat in storm, afloat five days in sea;
Only rain to drink and air to feed but nowhere to flee.
Salty waves whip in day, fishes bite in night!
Oh god, will there be no end to this plight?

There comes the angel, a foreign merchant ship;
Death is defeated by a whisker, like a miracle in grip!!!