Tuesday, March 25, 2014

ভোট

হই হই করে ভাই এসে গেল ভোট, 
তাই দেখি দলে দলে পাকায় যে ঘোঁট।
সবে বলে, আমি সেরা বাকিসব বাজে, 
ভোট দিলে আমাদের, তবে দেবে কাজে। 
কংগ্রেস বলে- দেশে আসবে প্রগতি, 
তাই মোরে ভোট দিও নাহলেই ক্ষতি। 
এতদিন ধরে দেখো কি করেছে হাল,
দেশ গেল রসাতলে সামাল সামাল; 
এরপরে কেউ ওরে ভোট দেয় যদি
দেশ যাবে রসাতলে হাঁক ছাড়ে মোদী। 
মোদী রাহুল সব-ই এক দুজনেই পাজি 
অরবিন্দ-ই তাই আম আদমী-র বাজি। 
মুলায়ম, মমতা, মায়া আর জয়া; 
বলে সবে- আমি পাব জনতার দয়া। 
কে জেতে কে'বা হারে জানা যাবে পরে;
জনগণ ভোট দিও বিবেচনা করে।
ধনরাশি এত এত তবু মোরা দীন,
নেতা আর চ্যালা তার বাড়ে দিন দিন;
ভোটের আগে এসে তোসামোদ করে,
ডুমুরের ফুল দেখি ভোটে জেতার পরে;
দেশ গড়ো সাজা দাও এই সব শঠে, 
নিশ্চই ভোট দাও এবারের ভোটে।

Tuesday, March 04, 2014

সংগ্রামের পাঠ

আততায়ীর বুলেটে লুটায় দেহ রক্তে ভাসে ইন্সপেক্টর তাপস 
কলেজ ভোটের পাহারায় অবিরত করেনি সে কোনরকম আপস    

সকালবেলা বেরিয়েছিল অফিস  যেমন বেরোয় প্রতিদিন-ই হেঁটে 
সন্ধ্যায় ফেরে কফিনবন্দি দেহ ঠাকুরপুকুরে দোতলা বাড়ির গেটে 

নিঝুম পাড়ায় উপচে পড়ে ভিড়; বউ ছেলে মেয়ে, মাথায় পড়ে বাজ
এই রবিবারে সবাই যাবে পুরী ঠিক হয়েছিল সকালবেলা আজ 
শুভানুধ্যায়ীর সমবেদনার হিড়িক - সরকার দেয় চাকরির আশ্বাস
বিরোধীরা বলে শাসকের প্রশ্রয়ে এই বাংলায় অপরাধীর পৌষমাস  

রাজনীতির এই নোংরা রেষারেষি - বলি যায় কত তাজা নির্দোষ প্রাণ 
আর কত গুলো লাশের মিছিল হলে সাঙ্গ হবে এই রক্ত-স্নান?
শাসক-বিরোধী সবাই চায় জিততে, হারুক তাপস শত শত কালে কালে  
এই ব্যাপারে সব দল-ই একমত, রাজনীতি যেন থাকে রাজার হালে   

কেটে গেছে মাঝে অনেককটা দিন, মেয়ে এখন পুলিশে চাকরি করে
তিনটে প্রাণ-এর হৃদয়ে থাকে তাপস অন্য সবাই ব্যস্ত নিজের তরে

তাপসের বউ পাষাণ প্রতিমা আজ শক্ত চোয়াল মুষ্ঠিবন্ধ হাত  
বাঁধ মানে না চোখের নোনা জল - শূন্যতা দেয় সংগ্রামের পাঠ