Tuesday, March 25, 2014

ভোট

হই হই করে ভাই এসে গেল ভোট, 
তাই দেখি দলে দলে পাকায় যে ঘোঁট।
সবে বলে, আমি সেরা বাকিসব বাজে, 
ভোট দিলে আমাদের, তবে দেবে কাজে। 
কংগ্রেস বলে- দেশে আসবে প্রগতি, 
তাই মোরে ভোট দিও নাহলেই ক্ষতি। 
এতদিন ধরে দেখো কি করেছে হাল,
দেশ গেল রসাতলে সামাল সামাল; 
এরপরে কেউ ওরে ভোট দেয় যদি
দেশ যাবে রসাতলে হাঁক ছাড়ে মোদী। 
মোদী রাহুল সব-ই এক দুজনেই পাজি 
অরবিন্দ-ই তাই আম আদমী-র বাজি। 
মুলায়ম, মমতা, মায়া আর জয়া; 
বলে সবে- আমি পাব জনতার দয়া। 
কে জেতে কে'বা হারে জানা যাবে পরে;
জনগণ ভোট দিও বিবেচনা করে।
ধনরাশি এত এত তবু মোরা দীন,
নেতা আর চ্যালা তার বাড়ে দিন দিন;
ভোটের আগে এসে তোসামোদ করে,
ডুমুরের ফুল দেখি ভোটে জেতার পরে;
দেশ গড়ো সাজা দাও এই সব শঠে, 
নিশ্চই ভোট দাও এবারের ভোটে।

No comments: