Monday, May 19, 2014

দেশের বিকাশ - ১

গঙ্গার জল বয় অবিরত, বাকি সব থেমে ছবির মত;
দমবন্ধ করা হাঁসফাঁস, কিভাবে হবে দেশের বিকাশ?

দুর্নীতি আর অপসংস্কৃতি, অচলায়তনের প্রতিকৃতি
নরমের যম, শক্তের দাস; কখনো কি হবে দেশের বিকাশ?

জাত-ধর্মের অন্ধ-নীতি, প্রাদেশিকতা, ঘৃণা, ভীতি;
কালো মেঘে ঢাকা রাতের আকাশ, কে করিতে পারে দেশের বিকাশ?

যায় দেখা ওই আলোক শিখা, সত্যি সেযে - নয় মরিচীকা;
হঠাত্ খুশির জন-উচ্ছাস, এবার হবে দেশের বিকাশ।

প্রতীক্ষার হল অবসান, জনতার তরে সেরা বরদান
নুতন সূর্য হয়েছে প্রকাশ, শুরু হয়ে গেল দেশের বিকাশ।
 

No comments: