Monday, September 22, 2014

মহালয়া

সবুজ ধানে ঢেউ খেলে যায়, পদ্মকলি হাই তোলে;
শিউলি ফুলের গন্ধ মাখা মিষ্টি হাওয়া দ্বার খোলে।

ফুড়ুত ওড়ে চড়ুই পাখি, শালিক লাফায় খড়ের চালে;
ধানের শীষে গঙ্গাফড়িং নাচছে যে কোন অচীন-তালে।

পূব-আকাশে সোনার বরণ, ঘাসের ডগায় হীরের ফুল;
কাশের বনে মাতন জাগে, ছলাত ছলাত নদীর কুল।

ধায় দেখো ওই রেলের গাড়ি তেপান্তরের বুক চিরে,
এখন ছুটি সব কাজেরই ঘরের মানুষ ঘর ফিরে।

আকাশ জুড়ে রামধনু ওই স্বপ্ন-লোকের কল্পনা,
পেঁজা তুলোর মেঘ এঁকে যায় আনকোরা সব আলপনা।

কোঁচড় ভরে শালুক তোলে নদীর ঘাটে এক মেয়ে,
নৌকা চলে উজান পানে আগমনীর গান গেয়ে।

আয় ছুটে আয় সবাই, মোরা আনন্দেতে গান গাই,
মা আসছেন মা আসছেন আর একটুও দেরী নাই।

ভোর বেলাতেই বেতারে'তে চির-নুতন 'বীরেন ভদ্র',
'আশ্বিনের শারদ প্রাতে' আকাশ জুড়ে মেঘ-ও-রৌদ্র।

পিতৃ-পক্ষ অবসান হলো এবার জাগবে মহামায়া;
দেবী-পক্ষের শুভ-সূচনায় মহাপূজার মহালয়া!


No comments: