Thursday, November 27, 2014

নারীর মুক্তি

বিশ্ব জুড়ে চলছে এক নির্লজ্জ, বিকৃত প্রতিযোগিতা;
কত নৃশংস, নির্মম হতে পারে নারী-অবমাননা।
খবর-কাগজ, সোশ্যাল-মিডিয়া কিংবা টিভির পর্দা,
দেখি সবেতেই হাজির তার বিরামহীন বার্তা।
নারী-প্রগতি, নারী-মুক্তি কপচানো নেতা যত,
নারীলাঞ্ছনা আসলেতে এক হাতিয়ারের মত।

ঘটলে এমন 'দুর্ঘটনা', নিন্দা আর সমালোচনা
প্রকাশ্যেতে সবাই করে, করে নিদারুন শোক
তবে কারা এই লাঞ্ছনাকারী? সবাই আসলে মুখোশধারী।
সুযোগ পেলেই মুখোশ খুলে বের করে দাঁত নখ

প্রচার-লোভী বুদ্ধিজীবি, পরজীবী সমাজসেবী
ঝগড়া করে, জাবর কেটে কাঁপিয়ে তোলেন বাড়ির টিভি
জানাই তাদের সবিনয়ে, রক্ষা করতে নারীর মান
এসব-ই কি করেছিলেন? বিদ্যাসাগর, রামমোহন

কঠিন এই সমাজ-ব্যাধি, সহজ নয়কো নারীর মুক্তি;
পুরুষ নারী নির্বিশেষে বুঝতে হবে অমোঘ যুক্তি।
ছোটো থেকেই প্রতি ঘরেই নারী যেন পায় সমান-মান,
শুধু এই 'শিক্ষা'-ই করতে পারে নারীলাঞ্ছনা-র অবসান।
এর অন্যথা হলেই জেনো সারবে না এই অসুখ-ভারী
তুমি আমি না পাল্টালে, পারবে না কোনো ক্রান্তিকারী।

No comments: