Monday, May 19, 2014

দেশের বিকাশ - ২

অনেক দিনের পরে, সবে ভাবে অবশেষে,
নয়া সরকার গড়ে; বিকাশ আসবে দেশে।

নেতা ভাবে সোত্সাহে সুযোগ এসেছে দ্বারে,
বিকাশ - খুঁড়োর কল, (আগে) চুষে খাই দেশটারে।

ব্যবসায়ী আশাবাদী - মুনাফা বাড়বে আরো,
কর ফাঁকি দাও তেড়ে, ভেজাল মিশিয়ে মারো।

কাজ নেইকো হাতে, বন্ধ যে কারখানা;
(তবু) শ্রেণীসংগ্রাম নামাবলী গায়ে শ্রমিকের জঙ্গীপনা

ঘুরপথে পাই চাকরি, করবো কেন কাজ?
মাইনে-টা তো প্রাপ্য - ঘুষ নিতে নেই লাজ।

টুকলি-ই সার বস্তু - পড়ে সময় নষ্ট ,
পাশ করাতে হবেই স্যার, নইলে পাবে কষ্ট।

মুখের ওপর ধোঁয়া ছাড়ি, রাস্তায় ফেলি থুতু,
নিয়ম মেনে চলতে গেলে পায়যে কাতুকুতু।

রাস্তাঘাট নোংরা করে সরকারে দেই দোষ;
প্রতিবেশীর সুখ দেখলে হয় বড় আফশোষ।

সবাই মিলে ফাঁকি দিলে বিকাশ আসবে কবে?
আলাদিন-ই শেষ ভরসা সরকার আসবে যাবে।

 

No comments: