Monday, June 16, 2014

ব্রাজিল ২০১৪

ফুটবল, ফুটবল, চলছে খেলা;
বাছা দেশ বাছা দল, তারার মেলা।
কেউ বলে নেইমার, কেউ মেসি-ফ্যান
সারাদিন তাই নিয়ে চলে ঘ্যান ঘ্যান;
কারো মতে জার্মানি, স্পেন কারো মতে
Football 2014
বেলজিয়াম, ঘানা আছে কারো সাথে।
পেলে নাকি মারাদোনা - কে সবার সেরা
তর্কের শেষ নেই যুক্তির ফেরা।
রাত নেই দিন নেই ঘুম নেই চোখে
সব কাজ ফেলে সব ফুটবল দ্যাখে;
পেনাল্টি ফ্রি-কিক্ -এ তেঁতে ওঠে মাঠ
ফেসবুক টুইটারে আড্ডা জমাট।
অফসাইড, হ্যান্ড-বল, ফাউল বিচ্ছিরি
হলুদ আর লাল কার্ড দ্যাখে ভুরি ভুরি।
লং-শটে ডিফ্লেক্ট, হেড দিয়ে গোল
কেউ হাসে কেউ কাঁদে কেউ করে গোল।
কেউ দেখি অনায়াসে গোল দিয়ে যায়
সারামাঠ ছুটে কেউ গোল নাহি পায়।
কেউ উল্লাস কেউ হাহাকার করে;
কেউ দেখি চুপচাপ - চোখে জল ভরে।
খোকা-খুকী, বুড়ো-বুড়ি - সবে ওঠে মেতে
আনন্দে ভেসে যায় যদি ট্রফি জেতে;
এত মজা এত খুশি কোথা পাবে আর
ফুটবল বেঁচে থাকো এসো বার বার।



Monday, June 09, 2014

তোমায় ভেবে

তোমায় ভেবে দিন যে আমার কাটে অফিস বাজার কিম্বা রাস্তা ঘাটে;
কাকভোরেতে ভেঙেছো মোর ঘুম, কখন জানি সূর্য্যি গেছে পাটে।

মন বসেনা একটা কোনো কাজে সদাই তুমি বসে মনের মাঝে
সামনে এসে একটু দাঁড়াও যদি, মিষ্টি হেসে রাঙিয়ে দু'গাল লাজে।

হাঁটলে নাহয় দুই পা আমার সাথে প্রাসাদ ছেড়ে তরুছায়া পথে
বললে নাহয় একটা দুটো কথা, ক্ষতি তোমার খুব কি হবে তাতে?

কালো হয়ে আসছে আকাশ কেমন, মনে হয় যেন বৃষ্টি নামবে জোরে
উতল হৃদয় স্নিগ্ধ শীতল হবে তোমার সঙ্গে ভিজব পরাণ ভরে।

সন্ধ্যা হলে কুলায় ফিরবে পাখি ঘুমের কোলে ভুলবে দুঃখ-সুখ
নীরব রাতের আকাশ জুড়ে শুধু, থাকবে জেগে তোমার চন্দ্র-মুখ।

আমার এখন নিদ্রা বিহীন রাত, একটু পরেই আবার সকাল হবে
তোমায় ভেবে দিন যে আমার কাটে, আসবে তুমি আমার কাছে কবে?