Friday, February 21, 2014

২১-শে ফেব্রুয়ারি

কথা বলি গান গাই
ভাষা ছাড়া গতি নাই
ভাষা হোক তব ভালবাসা

যে ভাষা-ই বলি কেন 
আসল কথাটি জেনো 
মাতৃদুগ্ধ সম মাতৃভাষা

ভাষার জন্য লড়ে
প্রাণ বলি দেয় যেরে
তুচ্ছ সব মাতৃভাষা বিনে 

কখনো ভুলি না তারে
বীর ভাষা শহিদেরে
নমি সবে এই শুভ দিনে


 

Wednesday, February 12, 2014

দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ

ভারত আমার ভারতবর্ষ,                পরাধীনতার হাজার বর্ষ
          পেরিয়ে তুমি স্বাধীন হয়েছো অনেক বছর আগে। 
তবুও মোদের দুঃখ কত,                   লড়ছি সবাই অবিরত,    
           জীবনযুদ্ধে যুঝতে যুঝতে ফুঁসছি মোরা রাগে।
দেশ মাতাকে করে লাঞ্ছনা,               দেশ বাসীকে করে প্রতারণা  
            দস্যুর দল করছে শোষণ সেজে জনতার দাস। 
গান্ধী, সুভাষ, বল্লভ-ভাই,               বীর সেনানীর হিসাব যে নাই;  
            সবার সাধনা নষ্ট করেও মেটেনি তাদের আশ।
ভাইয়ে ভাইয়ে কভু-না মিলে;             মায়ের বোনের চোখের জলে
           পিছল হয়েছে সমাজের পথ অহরহ দিবা-নিশি।
ধর্মে ধর্মে করে হানাহানি,                গরিবের পেটে নাই দানাপানি
         তেলা মাথায় তেল দিয়ে সবে বেনিয়মে চলে ভাসি।       
হয়েছে সময় আবার জাগার              সময় এসেছে ঘুম ভাঙ্গাবার 
           এস লড়ি সবে ঘোচাতে এদেশে দুর্দশা-দুর্নীতি। 
আসবে দ্বিতীয় স্বাধীনতা,                 অমর শহীদ পাবে মান্যতা 
             বিশ্বমাঝে ভারত পাবে সম্মান পরিচতি।