Friday, October 03, 2014

শুভ বিজয়া

ঢাকে পড়ল কাঠি
প্রাণ পেল মাটি।

নতুন জামা গায়
কচি-কাঁচা ছুটে যায়।

বউ সাজে কলাগাছ
(চল) ঠাকুর দেখবো আজ।

আড্ডা জমজমাট
যেন চাঁদের হাট।

অঞ্জলি দিই সবে
জগতের ভালো ভেবে।

মানুষে দেবতা খুঁজি
কুমারী-দেবী পুজি।

ধুনুচি নিয়ে নাচ
(মাতে) পঁচাশি থেকে পাঁচ।

এলো বিদায়ের বেলা
এয়োর সিঁদুর খেলা।

রাগ দুঃখ ভুলি
(করি) বিজয়ার কোলাকুলি।

মা ভাসলো জলে
নীলকন্ঠ উড়ে চলে।

বলো দূর্গা দূর্গা
আবার এসো মা। 

No comments: