Thursday, July 17, 2014

মাওবাদী

অনেক কাল পরে এখানে এসেছে বহু-প্রতিক্ষিত 'পরিবর্তন'   
শরতের কুয়াশা-ভেজা রৌদ্রজ্জ্বল এক সুন্দর সকালের মত
মন ভালো করে দেওয়া একটা পরিবর্তন।
যেখানে থাকবে না কোন অন্যায়, স্বজন-পোষণ,
দুর্নীতি, সেচ্ছাচারিতা আর হিংসা;
মারামারি, ভেদাভেদ ভুলে তৈরি হবে সুখ-শান্তি-উন্নতির আবহ,
মানুষ তারিয়ে তারিয়ে উপভোগ করবে স্বর্গের আস্বাদ।    
 
তবে কেন দেখি প্রতিবাদের কন্ঠরোধ?
নির্লজ্জ ফুর্তির মোচ্ছবে চাপা পড়ে যায় আর্তের হাহাকার, 
হিংস্র শ্বাপদেরা ঘুরে বেড়ায় নির্ভয়ে;
অশ্রাব্য হুমকি-তে হাড় হিম করা আতঙ্কের স্রোত নামে শরীর জুড়ে
নির্যাতিতার কান্নায় ভারী হয়ে ওঠে রুদ্ধ বাতাস।
ক্লেদাক্ত পঙ্কিল রাজনীতি, ক্ষমতা ও ঔদ্ধত্যের কুম্ভীপাকে
নাভিশ্বাস ওঠে নিরুপায় শান্তিপ্রিয় মানুষের।  

কেউ কেউ অবশ্য বোঝাতে চায় -
আগেও এসব ছিল - অনেক বেশি 'মাত্রা'য়
তার 'প্রেক্ষিত'-ও ছিল অন্য।
তুচ্ছ এই ঘটনা-গুলো এত বড় পরিবর্তনের তুলনায় কিচ্ছু নয়
পরিবর্তনের গরিমা-কে কলঙ্কিত করার নিছক অপচেষ্টা মাত্র।
সেরা মোসাহেবরা পুরস্কৃত হয় বিবিধ সম্মানে
চাটুকার ছাড়া শাসক কতো অসহায় - পরিবর্তন কই এর?
পরিবর্তন এক্কেবারে যে হয়নি তাও নয়
তাইতো আজ প্রতিবাদীর নাম হয়েছে মাওবাদী।
 

No comments: