Sunday, July 28, 2019

অশনি সংকেত

মেঘ ও রোদের লুকোচুরিতে আলো ছায়া করে খেলা;
কখনও ঘন কালো মেঘরাশি আকাশে বসায় মেলা।
ফুটিফাটা হল চাষের জমি, শুকনো পুকুর নদী;
চাতকের মত চেয়ে আছি তাই, বৃষ্টি নামে যদি।
রথযাত্রায় এলনা সে যে, উল্টো রথেও রুখা;
আষাঢ়ের শেষে শ্রাবণ এল, সবকিছু তবু শুখা।
ভ্যাপসা গরম, ঘেমে হরদম, হাঁসফাঁস করি সবে,
শ্রাবণ মাসে কাঠফাটা রোদ কে দেখেছে কবে?
প্রকৃতি আজ হয়েছে বিরূপ, ঋতুরা বাঁধন হারা,
স্বখাত সলিলে মানুষ ডোবে, ধংসের গ্রাসে ধরা।

No comments: