Tuesday, April 14, 2020

নতুন মানুষ








নতুন আরেকটি বছর এসে দাঁড়াল,
নতুন শপথে সবাই হাত বাড়াল;
দিন বদলের, পালা বদলের কথা।
অনেকদিনের চলে আসা এই প্রথা।

মৃত্যুর ভয়ে, আহ্লাদে রাশ টানি।
মৃত্যুর ভয়ে, নিয়ম কানুন মানি।
কাল থেকে সেই পুনর্মূষিক ভব,
আগের মতোই সব বেহিসেবি হব।
বাঁধন হারা উল্লাসে যাবো ভেসে;
করালগ্রাসী এই মহামারি শেষে।

মানুষ যখনই হয়েছে বেলাগাম,
ধ্বংস করেছে সুন্দর ধরাধাম।
উচিৎ শিক্ষা পেয়েছে হাতেনাতে,
রুখেছে প্রকৃতি কঠিন প্রত্যাঘাতে।

তবু দেখি, ওই মূর্খ মানুষ আজ
সকল জীবের স্বাধীনতা করে চুরি।
নষ্ট করছে প্রকৃতির সব সাজ
শ্মশানে বানায় আত্মশ্লাঘার পুরী।

নতুন বছর! জ্ঞানের শিখা জ্বালো,
সাম্যের চেয়ে কিছুই তো নয় বড়ো;
সকলের তরে আলো-হাওয়া-মাটি-জল,
মানুষকে তুমি নতুন করে গড়ো।

No comments: