Tuesday, October 08, 2019

অসুরদলনী

দুর্গতিনাশিনী তুই আবার আসিস মা;
ছেলে, মেয়ে, বাহন সঙ্গে নিয়ে;
অসুরটাকে খুব কি তোর দরকার?
পরের বারে আসিস বিদেয় দিয়ে।

এই সমাজে দেখি অসুর যত;
বহাল তবিয়তে আছে তারা।
উদ্যত তোর ত্রিশূলখানির ঘায়ে
একজনও কেউ যায়না কেন মারা?

বাজিয়ে ঢাক, জ্বালিয়ে ধুপ আর ধুনো,
যারা তোরে বছর বছর পূজে;
তাদের ভিড়েই লুকিয়ে সকল অসুর
কেন তাদের পাসনে মা তুই খুঁজে?

লুঠছে অসুর নিজের মাতৃভূমি,
দুর্নীতিতে ফোঁপরা করে দেশ,
ধর্মান্ধতা-বিষ ছড়িয়ে অসুর
শান্তি, মৈত্রী জ্বালিয়ে করে শেষ।

জাতপাতের বিভেদ-প্রাচীর তুলে,
মানবতার লাঞ্ছনা দেখি কত;
অসুরেরাই ভোগ করে বসুধা
সত্ত্ব-গুণের লাঞ্ছনা অবিরত।

লাঞ্ছিত করে, পাচার করে শিশু,
নাবালিকা, নারী; নেই কোন মনঃতাপ;
পণের দাবিতে পুড়িয়ে মারে বধূ
ঘরে ঘরে দেখি অসুরেতে ছয়লাপ।

কন্যা ভ্রূণের হত্যালীলা চলে,
নবজাতিকারে ত্যাজে, অথবা মারে;
বুড়ো বাবা মা-র শেষ সম্বল কাড়ে,
অসুরেরা দেখি ফিরে আসে বারে বারে

যাওয়ার আগে এই বর দে মাগো,
প্রতি ঘরেই দুর্গা যেন জেতে;
আসছে বারে তোর পুজোতে যেন
সকল দুর্গা উঠতে পারে মেতে।

সবার মনের অসুরগুলো মরুক,
সদ্ভাবনার ত্রিশূল-আঘাত পেয়ে,
এই আশাতেই পরের বারের তরে,
রইব মোরা তোর পানেতে চেয়ে।

No comments: