Monday, October 21, 2019

মনের রঙ

দাদু বলে আমার নাকি অবুঝ সবুজ মন;
প্রজাপতি, ফড়িং ধরি, 
ধুলো, বালির কেল্লা গড়ি,
সবুজ গহন মনের মাঝে লুকিয়ে গুপ্তধন! 

ঠাম্মি বলে মনটা আমার এক্কেবারে সাদা 
রাজকন্যার গল্প শুনে 
পাতালপুরী, সাগর, বনে 
হটাৎ করে কখন যেন ঘুমিয়ে যে হই কাদা। 

ছোট্ট দিদি নালিশ করে মনটা আমার কালো; 
আমি নাকি ঝগড়া করি, 
ভাবের থেকে বেশি আড়ি, 
সবার চেয়ে দস্যি তবু সবাই বাসে ভালো! 

বাবা বলে মনটা আমার আকাশের মত নীল;
মনের মাঝে সদা কেন, 
ভাসে অলীক স্বপ্ন, যেন 
আকাশ জুড়ে উড়ে বেড়ায় পায়রা, শালিক, চিল। 

মায়ের কাছে মনটা আমার রাঙা রবির মত;
একগুঁয়ে আর বড্ড রাগী 
সবাইকে খুব ব্যস্ত রাখি 
না ঘুমোলে আমায় সওয়া শক্ত জানো কত? 

সবার কথা শুনে ভাবি; রঙিন আমার মন, 
কিন্তু আমি পাই না খুঁজে, 
কোনো রংই দেখি না যে, 
কেমন করে দেখতে পাবো মনের গহীন কোন!  

No comments: