Sunday, July 28, 2019

শ্রেষ্ঠ ধৰ্ম

মত যত, পথ তত, শুনেছি তো অবিরত,
তবু কেন ভুলে যাই বার বার!
সব পথ অবশেষে, একসাথে গিয়ে মেশে,
সকল ধর্মের একই সার।।

আমার পথই সেরা, ভাগ করি চুলচেরা,
পরধর্মের করি বদনাম।
মানুষে মানুষে এই, ভেদাভেদ করে যেই,
এ জগতে নাই তার কোনও দাম।।

জাত নিয়ে টানাটানি, অকারণ হানাহানি;
উঁচু, নীচু, ছোট, বড় বিভাজন।
মানুষে মানুষ মারে, নিদারুণ অকাতরে;
হিংসার নাই কোনো নিবারণ।।

ধর্মের যাঁতাকলে, পিষে মরে পলেপলে,
কিসে ভালো তবে এই ধর্ম?
জাত সে তো নয় বড়, ধর্মও নয় দড়;
সবচেয়ে বড় জেনো কর্ম।

ধর্মের গোঁড়ামিতে যে মানুষ নিমজিতে
তার থেকে দূরে ভাই থাক রে,
সমাজের শত্রু সে; বিষধর আশিবিষে
দংশিতে যেন আর না পারে।

অন্যায় নিরবধি, ধর্মকে করে যদি
সব অপকর্মের বর্ম।
ধর্ম সে জেনো মিছে, থাকুক সে পড়ে পিছে;
মানবিকতা শ্রেষ্ঠ ধৰ্ম।।



No comments: